শুক্রবার মধ্যরাতে হঠাৎই তুরস্কের একটি টেলিভিশনে দেশটির নিয়ন্ত্রণ নেয়ার দাবি জানিয়ে সামরিক আইন জারি করে সেনাবাহিনীর একাংশ। একইসঙ্গে, কারফিউ জারি করে রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের রাস্তায় অবস্থান নেয় সেনা সদস্যরা। এ সময়, আকাশে বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার টহল দিতে দেখা যায়। বন্ধ করে দেয়া হয় দেশটির প্রধান দুটি সেতু ও বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা। এছাড়াও, বেশ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে জিম্মি করা হয় বলেও খবর আসে গণমাধ্যমে। তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার কয়েকঘণ্টার মধ্যেই আত্মসমর্পণ করতে শুরু করেছে সেনাবাহিনীর একাংশ। এরইমধ্যে শতাধিক বিদ্রোহী সেনাসহ সারাদেশ থেকে গ্রেফতার করা হয়েছে ৩’শ ৩৬ জনকে। ক্ষমতা সরকারের হাতে রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ঘোষণা করা হয়েছে ভারপ্রাপ্ত সেনাপ্রধানের নাম।
তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার কয়েকঘণ্টার মধ্যেই আত্মসমর্পণ
Share!