Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জনগণের শক্তি দিয়েই জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে: প্রধানমন্ত্রী

জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর উদ্যোগের অংশ হিসেবে বুধবার গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলে জনগণের শক্তি দিয়েই আমাদের সন্ত্রাস ও জঙ্গিবাদকে মোকাবেলা করতে হবে। শেখ হাসিনা বলেন, ‘সকলের শান্তি-নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি মনে করি, আমাদের মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, প্রশাসনে যারা কর্মরত, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ী, সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার যারা আছেন সবাইকেই ঐক্যবদ্ধ হতে হবে এই জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে।’ সন্ত্রাস ও জঙ্গিবাদী গোষ্ঠী প্রকৃত অর্থে ইসলাম ধর্মেরই ক্ষতি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন মানুষের কল্যাণ হচ্ছে, মানুষের মাঝে একটা স্বস্তি ফিরে এসেছে, আত্মবিশ্বাস ফিরে এসেছে ঠিক সেই সময় এই ঘটনাটা ঘটিয়ে সমগ্র বিশ্বের সামনে যেমন আমাদেরকে হেয় করছে সেই সাথে আমি মনে করি- মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করে এই পবিত্র ইসলাম ধর্মটাকেই আজকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।’ তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। আমাদের এই পবিত্র ধর্মকে কেউ হেয় করবে এটা আমরা বরদাশত করব না।’ প্রধানমন্ত্রী পিতা-মাতা, অভিভাবকদের উদ্দেশ্যে নিজেদের সন্তানদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে জঙ্গিবাদ দমনে সকলের সম্মিলিত প্রয়াসের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রত্যেক এলাকায় জঙ্গিবাদ বিরোধী কমিটি, কোর কমিটি গঠন করে আড়ালে আবডালে ঘাপটি মেরে থাকা জঙ্গি, নিখোঁজ ব্যক্তি এবং গোপন তৎপরতাকে খুঁজে বের করতে সবাইকে তৎপর হতে হবে। শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার মাধ্যমে আমাদের জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে একজোট হয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এবং উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যেতে হবে।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top