ঈদের বাকি আর কয়েকটা দিন।প্রতিবারের মত এবারও সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এরই মধ্যে ঈদগাহ মাঠের অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন চলছে বৃষ্টি প্রতিরোধে সামিয়ানা টাঙ্গানো,ঘাস কাটা,ময়লা আবর্জনা পরিষ্কার কাজ। সিলিং ফ্যান,লাইট ও মাইক লাগানোর কাজও চলছে সমান তালে। রঙ করা হচ্ছে মেহরাব এবং ইমামের খুতবা দেয়ার স্থান। ঈদের দিন বৃষ্টি হলে মাঠে যেন পানি না জমে সেজন্য ব্যবস্থা করা হয়েছে ড্রেনের। শ্রমিক ও ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, নির্ধারিত সময় অর্থাৎ ২৯ রমজানের মধ্যে শেষ হবে সব কাজ। এদিকে পুলিশ জানিয়েছেন, প্রতিবারের চেয়ে এবার ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাতকে ঘিরে নেয়া হবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হবে সিসি টিভি ক্যামেরার সংখ্যাও। এই ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এবারও ঈদগাহ মাঠে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।
শেষ হয়েছে ঈদগাহ মাঠের নির্মাণের কাজ
Share!