রোববার সকালে সাভার পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া মহল্লায় প্রতীক এ্যাপারেলস কারখানায় বকেয়া বেতনের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রপ্তানিমূখী একটি তৈরি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। মালিক পক্ষের হামলায় এসময় অন্তত ১০জন আহত হয়েছে। শ্রমিকরা জানায়, গত ৬ মাস ধরে প্রতীক এ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন দেওয়ার কথা বলে টালবাহানা করে আসছিল। এর মধ্যে বেশ কয়েকবার বেতন পরিশোধের কথা থাকলেও তা না করে উল্টো শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। আজ ৩রা ফেব্রুয়ারি বেতন পরিশোধের কথা বলে শ্রমিকদের কারখানায় আসার কথা বললেও সকালে হঠাৎই প্রতিষ্ঠান’টির মালিক কারখানা থেকে নিরাপত্তা প্রহরীর সহায়তায় দ্রুত বেরিয়ে যায়। তবে কারখানার অন্যান্য কর্মকর্তা কারখানার ভেতরেই অবস্থান করছে।
Share!