আর্টিসান রেস্টুরেন্টে হামলাকারীর ছবি সাইট ইন্টেলিজেন্স প্রকাশের ঘণ্টাখানেক পর নিহত ওই হামলাকারীদের ছবি প্রকাশ করলো পুলিশ। পাঁচ তরুণের ছবি প্রকাশ করে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলছে, ঢাকার গুলশানে ক্যাফেতে এরাই হামলা চালিয়ে পুলিশসহ অন্তত ২২ জনকে হত্যার করেছে। শনিবার রাত ১০টা ৫১ মিনিটে পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে ছবিগুলো পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের তাণ্ডবে ৯ ইতালীয়, ৭ জাপানি, ১ ভারতীয়, ৩ বাংলাদেশি, ৬ সন্ত্রাসী ও ২ পুলিশ কর্মকর্তাসহ ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের স্বরণে বাংলাদেশে দুই দিনের রাষ্টীয় শোক ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Share!