শুক্রবার মধ্য রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গুলশানের রেষ্টুরেন্টে সহিংস পরিস্থিতি মোকাবেলা করার জন্য দলমত নির্বিশেষে সকলকে নিয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে জাতীয়তাবাদী দল-বিএনপি। বিবৃতিতে দলটি বলছে, অত্র এলাকায় বসবাসরত বিদেশি কুটনীতিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বিএনপি সবসময় বলে এসেছে-দেশ একটি গভীর সংকটকাল অতিক্রম করছে। আজকে সন্ধ্যার ঘটনা সেই গভীর সংকটেরই বহি:প্রকাশ। আইন শৃঙ্খলা বাহিনী সাহস ও দৃঢ় প্রত্যয় সহকারে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে বলেও বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে। জিম্মিদের মুক্ত করতে যেসকল পুলিশ সদস্য নিহত হয়েছেন বিএনপি তাদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
দলমত নির্বিশেষে পরিস্থিতি মোকাবেলার আহ্বান বিএনপির
Share!