Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জঙ্গিদের আমরা খতম করতে পেরেছি: প্রধানমন্ত্রী

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন প্রকল্পের উদ্বোধনকালে  প্রধানমন্ত্রী জানিয়েছেন রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীদের মধ্যে ছয়জনকে হত্যা ও একজনকে জীবিত আটক করা হয়েছে । শুক্রবার রাতে একদল বন্দুকধারী গুলশানের রেস্তোরাঁটিতে হামলা চালায়। তারা বিদেশিসহ অন্তত ২০ জনকে জিম্মি করে। রেস্তোরাঁটিতে জিম্মিদের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে । তিনি বলেন, জঙ্গিদের আমরা খতম করতে পেরেছি, এজন্য আল্লাহর শোকরিয়া আদায় করছি। এ সময় জিম্মি উদ্ধার অভিযানে অংশ নেয়া সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top