বুধবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে এবার হত্যার হুমকি পেলেন বিতর্কিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ভারতের কেরলের নিষিদ্ধ সংগঠন আনসারুল খলিফা ফেসবুকে লিখেছে, দেখতে পেলেই তসলিমাকে হত্যা করা হবে। সঙ্গে লেখিকার ছবি এবং তার ইসলাম বিরোধী মন্তব্যও পোস্ট করেছিল তারা।এই সংগঠনটি নিজেদের আইএসের অংশ বলে দাবি করে। সরকারি সূত্রের খবর, কে বা কারা ফেসবুক পেজে ওই হুমকি দিয়েছে, তার তদন্ত শুরু হয়েছে। ১৯৯৪ সালে খুনের হুমকি পেয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তসলিমা। এর পর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকতে হয়েছে তাকে। নতুন হুমকি নিয়ে ফেসবুকেই তসলিমা লিখেছেন, ‘২৩ বছর ধরে চলছে। প্রাণে মেরে ফেলার হুমকি। কী করে যে বেঁচে আছি আজো! এই হুমকিটা ভয়ঙ্কর। সিরিয়া থেকে ট্রেনিং নিয়ে আসা ভারতীয় আইসিসগুলো কি চুপচাপ বসে থাকবে? এইতো অ্যাকশানে যাচ্ছে এভাবে।
হত্যার হুমকি পেলেন লেখিকা তসলিমা নাসরিন
Share!