চট্টগ্রামের খাতুনগঞ্জে, মীর গ্রুপের পরিচালক মীর মোহাম্মদকে চিনির দাম নিয়ে কারসাজির দায়ে এক মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি, প্রতিষ্ঠানটিকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্ব অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময়, চিনির সঙ্গে নিম্নমানের তেল নিতে খুচরা ব্যবসায়ীদের বাধ্য করার অভিযোগে, মীর গ্রুপের পরিচালক মীর মোহাম্মদ হোসেনসহ তিনজনকে আটক করে। পরে, পরিচালককে এক মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে ২০ লাখ টাকা এবং দুই কর্মচারীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
চিনির দাম নিয়ে কারসাজির দায়ে এক লাখ টাকা জরিমানা
Share!