“লং মার্চ সেভেন” নতুন প্রজন্মের রকেট সফল ভাবে উৎক্ষেপণ করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, শনিবার চীনের হাইনান দ্বীপের ওয়েচ্যাং স্পেস সেন্টার থেকে রকেটটি করা হয়। এদিকে প্রস্তুতকারী সংস্থা “ক্যারিয়ার রকেট টেকনোলজি রিসার্স ইন্সটিটিউট” জানিয়েছে প্রায় আট বছরের চেষ্টায় এই রকেট তৈরি করা হয়েছে। জ্বালানী হিসেবে রকেটটিতে ব্যবহার করা হয়েছে কেরোসিন এবং তরল অক্সিজেন। এতে রকেট উৎক্ষেপণের কারণে পরিবেশের দূষণ মাত্রা কমবে বলে দাবি জানিয়েছেন বিজ্ঞানীরা। নতুন এই রকেটটি মহাকাশে প্রস্তাবিত চীনা স্পেস স্টেশন তৈরিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিবহণে ব্যবহার করা হচ্ছে। এ বছর মহাকাশে প্রায় ২০ টি রকেট উৎক্ষেপণের সিদ্ধান্ত নিয়েছে চীন।
“লং মার্চ সেভেন” সফল ভাবে উৎক্ষেপণ করেছে চীন
Share!