আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে ৪টি বাস উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে কলেজ কর্তৃপক্ষের কাছে বাসের চাবি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই শরীরচর্চার জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। একইসাথে বাসগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
Share!