সকাল ৬টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনীতে ৪ দশমিক ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। ভূকম্পনের উৎপত্তিস্থল খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ফলে চট্টগ্রাম, ফেনী, রাঙামাটি ও বান্দরবানসহ আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Share!