যুক্তরাষ্ট্রে যেভাবে কর্মসংস্থান সৃষ্টির হার কমছে, তাতে শিগগিরই দেশটিতে দারিদ্র্যের হার বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। গেলো বছর দেশটিতে ২৪ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বেকারত্ব হার কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭ শতাংশে। যা ২০০৮ সালের পর সর্বনিম্ন।
কর্মসংস্থান সৃষ্টির এ হারের প্রশংসা করলেও আইএমএফ বলছে, উৎপাদন কমায় দেশটিতে কর্মসংস্থান সৃষ্টির হার কমছে, পাশাপাশি কমছে আয়ও, বাড়ছে দারিদ্র্যের হার, যা আশঙ্কার কারণ।
তাই অবকাঠাসো খাতে বিনিয়োগ, ন্যুনতম মজুরি বাড়ালে এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য আলাদা সামাজিক কিছু প্রকল্প গ্রহণের পরামর্শ দিচ্ছে দাতা সংস্থাটি। বর্তমানে দেশটির ১৫ শতাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বাস করছে।
যুক্তরাষ্ট্রে শিগগিরই দারিদ্র্যের হার বাড়বে : আন্তর্জাতিক মুদ্রা তহবিল
Share!