মুস্তাফিজুরকে নিয়ে বেশ চড়াই ছিল সাসেক্সের। সাসেক্স কর্তৃপক্ষ আশা করেছিল, ১০ জুনের মধ্যে পাবে তারা বাংলাদেশের এই পেস বিস্ময়কে। কিন্তু চোটের যা অবস্থা, মোস্তাফিজের মাঠে ফিরতে তাতে আরও একমাস লাগবে । মুস্তাফিজকে না পাওয়াটা বেশ হতাশাই সাসেক্সের জন্য। দলটির কোচ মার্ক ডেভিস স্বীকার করছেন ‘আমাদের অপশনে দুজন ছিল। কিন্তু সময় স্বল্পতার কারণে রিপ্লেসমেন্ট করাটা বেশ কষ্টসাধ্যই হচ্ছে। মোস্তাফিজ বর্তমান বিশ্বের এক নাম্বার বোলার। কিন্তু তাকে পাওয়াটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে’। তারপরও মুস্তাফিজকে নিয়ে আশা ছাড়ছেন না সাসেক্স কোচ।
Share!