Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে যা যা করণীয়, তার সবই করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে যা যা করণীয়, তার সবই করবে বাংলাদেশ। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, ‘মাননীয় স্পিকার, সৌদি একটা উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন যে জঙ্গিবাদ এবং সন্ত্রাস দূর করবার জন্য একটা ইসলামী জোট করেছে। সেই জোটে বাংলাদেশ যুক্ত হয়েছে এবং প্রায় ৪০টা দেশ এতে যুক্ত হওয়ার ফলে আজকে এই জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং সেই সুযোগে বাংলাদেশও আছে এবং এই জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার জন্য, যা যা করণীয়, সেটা বাংলাদেশ করবে।’ ‘এটা আমি ইতোমধ্যে সৌদি বাদশাহকেও জানিয়েছি এবং অন্যান্য মুসলিম কান্ট্রিকেও (দেশ) আমরা জানিয়েছি। ওআইসিকেও (ইসলামী সহযোগিতা সংস্থা) আমি জানিয়েছি। এবং এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞবদ্ধ যে, আজকে যে সমস্ত ঘটনা ঘটছে, এ ধরনের ঘটনা যেন না ঘটে।’ ইসলামকে শান্তির ধর্ম আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম যেন সেইভাবেই তার ধর্মটার সম্মান আরো উচ্চ শিখরে আমরা নিতে পারি, সে প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top