ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন একটি বিরতিহীন অভিজাত ট্রেন সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ব্যাপক যাত্রী চাহিদার কথা মাথায় রেখে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দাদের জন্য ঈদ উপহার হিসেবে ২৫ জুন থেকে চালু হচ্ছে ‘সোনার বাংলা’ ট্রেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা এ ট্রেনের বগিতে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ওয়াইফাই ইন্টারনেট সিস্টেম। বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) মহা ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল হাই বলেন, ‘১৬ বগি বিশিষ্ট নতুন অত্যাধুনিক এবং ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এই ট্রেনে একসাথে প্রায় সাড়ে ৭শ’ যাত্রী চলাচল করতে পারবে।’ সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে নতুন এক’শটি বগি আমদানির প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবে দু’দফায় আমদানি করা ৪২টি বগির মধ্যে ১৬টি নিয়ে চালু হবে নতুন এ ট্রেন সার্ভিস। অন্যান্য ট্রেনগুলোর তুলনায় নতুন চালু হওয়া ট্রেনে যাত্রীদের জন্য সুযোগ-সুবিধা থাকছে কিছুটা বেশি। এ ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসবে।
ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন অভিজাত ট্রেন সার্ভিস ২৫ জুন থেকে চালু হচ্ছে ‘সোনার বাংলা’ ট্রেন
Share!