লেখক অভিজিৎ রায় হত্যার প্রধান আসামি শরিফ রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। শনিবার রাত ২টার দিকে খিলগাঁও থানার মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে খিলগাঁও থানা পুলিশ।
ডিবির পরিদর্শক বাহাউদ্দিন জানান, শনিবার দিবাগত রাতে খিলগাঁও থানার মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় মোটরসাইকেলের আরোহী তিন যুবক পুলিশের তল্লাশিচৌকি পার হচ্ছিল। এ সময় পুলিশ সিগন্যাল দিলে তাঁরা মোটরসাইকেল না থামিয়ে গতি বাড়িয়ে দেন। পরে যুবকরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। ওই সময় ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ হন। পরে অপর দুজন মোটরসাইকেল রেখে পালিয়ে যান। ডিবির পরিদর্শক আরো জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
অভিজিৎ রায় হত্যার প্রধান আসামি শরিফ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
Share!