সালাউদ্দিন (সোহেল): শান শিশির রুপালী পর্দার উদীয়মান সফল নায়কদের মধ্যে অন্যতম। চলচিত্রের কঠিন সময়ে রুপালী পর্দায় তার আতœপ্রকাশ। তবুও থেমে নেই শান শিশির । অভিনয় দক্ষতায় ইতিমধ্যোই গুনী পরিচালকদের মন জয় করেছেন এই তারকা। পারটেক্স পাম্প একটি টিভিসির মাধ্যমে ছোট পর্দায় আতœপ্রকাশ। মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠির সাথে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। পরবর্তীতে প্রথম চলচিত্র ‘পাগল বাড়ীর প্রেম’ ছবির প্রধান চরিত্রে পরিচালক সুজন বন্ধু নির্বাচন করেন তাকে। পরিচালক এসএম জাহিদের ‘আমার আতœা তুমি’ ও ‘ মায়ের চোখে জল’ ছবিতে প্রধান চরিত্রে চুক্তবদ্ধ হলেন। এগিয়ে চললেন অভিনয় কৌশলী এই উদীয়মান তারকা। বর্তমানে পুরো উদ্যোমে এগিয়ে চলছে পরিচালক হোসেন মোহাম্মদের ‘বাবার ¯েœহ’ ও জেমস কাজলের ‘ ভুল দ্যা রং’ ছবির কাজ। চমংকার এই অভিনেতা পেশায় একজন বিএসসি ইঞ্জিনিয়ার। অদম্য স্বপ্ন বিলাসী শান শিশিরে স্বপ্ন একজন দক্ষ অভিনেতা হওয়া। তাই কোর্স সম্পন্ন করেছেন ফিল্ম এন্ড মিডিয়া (আইপিএবি) এছাড়া রপ্ত করেছেন ফাইট ও নাচ। নিজের সেরাটা দিয়ে নিজেকে রুপালী পর্দায় দেখতে চান এমনটাই মিষ্টি হেসে জানান দিলেন শান শিশির। চলচিত্রের বর্তমান অবস্থান নিয়ে শান শিশির বলেন- আমাদের দেশের প্রতিটি মানুষ হল মুখী হবে। যদি ভাল গল্পের ছবি পরিচালকরা উপহার দেন। আশি দশকের মতো ভাল গল্পের ছবি এখনো দর্শকরা খোঁজেন। বর্তমান সরকারের চলচিত্রের প্রতি প্রবল ভালবাসাও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। অভিনয়ের পাশাপাশি থিয়েটারের অভিনয় চালিয়ে যাবেন এমনটাই বললেন উদীয়মান এই তারকা। সকলের দোয়া ও ভালবাসাই একজন দক্ষ অভিনেতাকে অনেক দুর নিতে পারে এমনটাই বিশ্বাস।
রুপালী পর্দার উদীয়মান তারকা শান শিশির
Share!