তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মত ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেলো লা রোজারা।
নিসের অ্যালিয়েঞ্জ রিভেইরায় তুরস্কের বিপক্ষে শক্তিশালী দল নিয়ে এদিন মাঠে নামে স্পেন। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকে তারা। ফলস্বরূপ ম্যাচের ৩৪ মিনিটে লিড পায় স্পেন। নোলিতোর অ্যাসিস্টে গোল করেন আলভারো মোরাতা। এর তিন মিনিট পরই নোলিতোর ফুটবলীয় নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করে লা রোজারা। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্পেন। বিরতির পর ফিরে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে ৪৮ মিনিটে জর্ডি আলভার বাড়ানো বলে নিজের জোড়া গোল পূরণ করে স্প্যানিশদের হয়ে ব্যবধান বাড়ান মোরাতা। এরপর অবশ্য ম্যাচে কোন দলই আর গোলের মুখ দেখেনি। ফলে, জয় নিয়ে ১ ম্যাচ বাকি থাকতেই আসরের নকআউট পর্ব নিশ্চিত করে ভিসেন্তে দেল বস্কের শিষ্যরা।
তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে স্পেন
Share!