Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

প্রেস বিজ্ঞপ্তি

গত ১০ জুন, ২০১৬ ইং রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় ইঞ্জিনিয়ার আবুল হোসেন এর সভাপতিত্বে বেঙ্গল জাতীয় কংগ্রেস (বিজেসি) এর অস্থায়ী কার্য্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর এক নাতিদীর্ঘ আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন মারফাত আলী মাষ্টার, অধ্যাপক আবুল কাশেম, আজাহার আলী, ইমন শেখ, মো: আবুল কালাম প্রমুখ কেন্দ্রীয় নের্তৃবৃন্দ। সভায় রাষ্ট্র পরিচালনায় বিএপির বিকল্প শক্তির আবির্ভাব জরুরী বলে বক্তারা মত দেন, যার বিবরণ সংক্ষিপ্ত আকারে নি¤েœ প্রদত্ত হলো-
বিএনপি অতীতে ১৬/১৭ বছর ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনায় জনগনের জানমাল রক্ষায় সামাজিক নিরাপ্তাত বলয় তৈরীতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, শতকরা ৯৩ ভাগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ও কার্যকর পদক্ষেপ গ্রহন করতে পারেনি।  ২০২৫ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যআয়ের দেশ : ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যআয়ের দেশ: ২০৩৫ সালের মধ্যে উচ্চয় আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে শিল্পোন্নত রাষ্ট্রে প্রতিষ্ঠা করার ঈপ্সিত লক্ষ্যে বেঙ্গল জাতীয় কংগ্রেস (বিজেসি) তার কর্ম পরিকল্পনা ও  কার্যক্রম অব্যাহত রাখবে।  এহেন অবস্থায় বিজেসির নেতৃবৃন্দ মনে করেন জনগনের জানমাল রক্ষায় সামাজিক নিরাপ্ততা বলয় তৈরিতে এবং জীবনমান উন্নয়নে রাষ্ট্র পরিচালনায় একমাত্র বেগঙ্গল জাতীয় কংগ্রেস (বিজেসি) বিএপির বিকল্প হতে পারে; অন্য কোন রাজনৈতিক দল নয়।

বার্তা প্রেরক-
আজাহার আলী
সাংগঠনিক সম্পাদক
বেঙ্গল জাতীয় কংগ্রেস (বিজেসি)
তাং- ১২-০৬-২০১৬ইং

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top