তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্তমান সরকার জনগণের নিরাপত্তা দিতে জঙ্গি দমন করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটে রেডিও টেলিভিশনের গণমাধ্যম কর্মীদের তিন দিনব্যাপী এক কর্মশালার সমাপনী দিনে এ কথা বলেন তিনি। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষ জনশক্তি ও প্রশাসন সৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি। বর্তমান পৃথিবীতে জঙ্গিবাদকে অভিশাপ উল্লেখ করে তা দমনে গণমাধ্যমকেও অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
Share!