ঈদের কেনাকাটায় জমে উঠতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন বিপণি বিতানগুলো। অনেকেই ভিড় করছেন পছন্দের দোকানগুলোতে। দাম নিয়ে ভিন্নতা থাকলেও মান নিয়ে কেউ আপোষ করছেন না। এবার, ঈদ, গরমে হওয়ায় সুতি-লিলেনের কাপড়ের পসরা সাজিয়েছে দেশীয় বুটিক হাউজগুলো। রয়েছে সালোয়ার কামিজ, শাড়ির সমারোহ। গাড় রংয়ের প্রতিই প্রাধান্যই দেখা গেছে নারীদের পোশাকে। আর পুরুষের ঈদ আয়োজনে বরাবরের মত এবারোও পাঞ্জাবির প্রতিই বেশি আগ্রহ ক্রেতাদের। অনেকে কেনাকাটার জন্য ইফতারের পরের সময়টাকে বেছে নিয়েছেন। তাই সন্ধ্যার পর থেকে সব শপিংমলগুলোতেই ক্রেতাদের সমাগম ছিলো চোখে পড়ার মত। তবে ক্রেতারা আশা করছেন, সামনের দিনগুলোতে বেচাকেনা আরো বাড়বে।
ঈদের কেনাকাটায় জমে উঠছে রাজধানীর দোকানগুলো
Share!