সালমানের নতুন ছবির ঘোষণা। ‘টিউবলাইট’ নামের সিনেমা নির্মাণ করবেন ‘বজরঙ্গি ভাইজান’-এর পরিচালক কবির খান। এই নিয়ে তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন সালমান ও কবির। কবির জানিয়েছেন, নতুন এই ছবি আগের দুটি ছবি থেকে সম্পূর্ণ আলাদা। এই ছবিতে হাস্যরস আর আবেগঘন রাজনৈতিক ঘটনাবলি দুই-ই থাকবে।
Share!