আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে “কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সরকারি দলের সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “কোচিং নীতিমালা ২০১২ বাস্তবায়নের জন্য দেশের মেট্রোপলিটন বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠিত হয়েছে। কোচিং বাণিজ্য বন্ধে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যেসব শিক্ষক দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাঁদের বদলি-পদায়নের কার্যক্রম চালু রয়েছে।”
Share!