সাঁড়াশি অভিযানে নিরপরাধ কেউ আটক হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত পৃথক ব্রিফিং করেন। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত আজ হঠাৎ করে আমাদের দপ্তরে এসেছেন। তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় উভয় দেশের একসঙ্গে কাজ করার কথা বলেছেন। চলমান অভিযান সম্পর্কে আমার কাছে কিছু বিষয় জানতে চেয়েছেন।’ ‘চলমান গ্রেপ্তার সম্পর্কে আমি তাকে বলেছি, সম্প্রতি আমাদের দেশে কয়েকটি গুপ্তহত্যার ঘটনা ঘটেছে। সামনে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। এ কারণে জনগণের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন একটি বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযান চলছে সাত দিন ধরে। এখানে চিহ্নিত অপরাধী, আদালতের পরোয়ানাভুক্ত আসামি ধরা পড়ছে। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে না বলে আমি তাঁকে আশ্বস্ত করেছি। শুধু মানুষের মনের স্বস্তি ফিরিয়ে আনার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। আমার কথায় তিনি আশ্বস্ত হয়েছেন।’ আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছি, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বড় কোনো ফিগার নেই। দেশে ৬৩০টি থানা রয়েছে। স্বাভাবিক সময়েও প্রতিদিন দুই হাজার লোক আটক হয়। এখন অভিযানে সাত দিনে ১০ হাজারের মতো আটক হয়েছে। এটি অতিরিক্ত কিছু নয়।’ ‘বিভিন্ন সময় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নিরপরাধ কেউ আটক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
Share!