বিদেশি কূটনীতিকদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে এ ইফতার অনুষ্ঠিত হবে।কূটনীতিকদের নিয়ে ইফতারের মধ্যদিয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে ইফতার কর্মসূচি শেষ হচ্ছে আজ। আগামীকাল মঙ্গলবার বসুন্ধরা কনভেনশন স্টোরে তিনি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, প্রথম রমজানে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে আলেম-ওলামা ও এতিমদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন খালেদা জিয়া। এরপর ১১ জুন রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে রাজনীতিবিদ এবং পরদিন ১২ জুন একইস্থানে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে ইফতার করেন তিনি।
আজ গুলশানের হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের নিয়ে বেগম খালেদা জিয়ার ইফতার কর্মসূচি
Share!