নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে পণ্য বিক্রির দায়ে হাতিরপুল বাজারের তিন কাঁচাবাজার ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোববার দুপুরে হাতিরপুল কাঁচাবাজারে মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে অভিযানে এ জরিমানা করেন সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালীন সময়ে সিটি মেয়র কাঁচাবাজারের বিভিন্ন দ্রব্যমূল্য নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন। এ সময় তিনি মাছ বাজার ও মাংসের বাজারসহ বিভিন্ন পণ্য দ্রব্যের মান যাচাই করে দেখেন। রমজানে কিছু কিছু পণ্যের দাম বাড়ার কথা স্বীকার করলেও কাঁচাবাজারগুলোতে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে বলে জানান তিনি।
বেশী দামে পণ্য বিক্রির দায়ে ৯০ হাজার টাকা জরিমানা
Share!