দিল্লিতে চলন্ত গাড়িতেএক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
দিল্লির পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নির্যাতিতা তরুণী পুলিশকে জানিয়েছেন, গতকাল একটি গাড়িতে কয়েকজন দুষ্কৃতি তাকে হজরত নিজামুদ্দিন স্টেশন এলাকা থেকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর চলন্ত গাড়িতে তাকে ধর্ষণ করে ইন্দ্রপ্রস্ত পার্ক এলাকায় ফেলে রেখে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Share!