বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। অশালীন আচরণে অভিযুক্ত পটুয়াখালী পুলিশের উপপরিদর্শক (এসআই) মনোজের ক্ষমা না চাওয়া পর্যন্ত কাজে ফিরে যাবেন না বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ শনিবার দুপুর ২টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে বিক্ষোভ মিছিল করেন এবং পরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসক সাজিদুল করিম জানান, পেয়িং বেডের এক রোগীর জন্য শুক্রবার দুপুরে মেডিসিন-১ ইউনিটে দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করেন পটুয়াখালী পুলিশের এসআই পরিচয়দানকারী মনোজ। এ সময় ওই পুলিশ সদস্য চিকিৎসকদের কক্ষে গিয়ে ওই নারী চিকিৎসককে নানাভাবে ভয়ভীতি দেখানে থাকেন। এ সময় তিনি একা ছিলেন। পরে অন্য ইন্টার্নরা খবর পেয়ে মনোজকে কক্ষ থেকে বের করে দেন। ইন্টার্ন চিকিৎসক অনুপ সরকার জানান, গতকাল শুক্রবার থাকায় শনিবার বেলা ১২টার দিকে সবার সিদ্ধান্তে তাঁরা পরিচালকের বরাবর পুলিশ সদস্যের ওই আচরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এরপরই তাঁরা কর্মবিরতিতে চলে যান। এ বিষয়ে শেবাচিম ছাত্রলীগের সভাপতি ও ইন্টার্ন চিকিৎসক ইমরান হোসেন জানান, পুলিশ সদস্য এসে তার ভুলের জন্য ক্ষমা না চাইলে ইন্টার্নরা কর্মস্থলে যাবেন না বলে একমত হয়েছেন। বরিশাল নগরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ জানান, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন, বিষয়টি ভালোভাবে জেনে পরবর্তী পদক্ষেপ নেবেন।
শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি
Share!