Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডের শেষকৃত্য সম্পন্ন হয়েছে

দুর্বৃত্তের কোপে নিহত পাবনার হেমায়েতপুরের শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডের (৬২) শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির দক্ষিণ আঙিনায় নিত্যরঞ্জনের শেষকৃত্য সম্পন্ন হয়। ওই সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা, জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন। এর আগে গতকাল শুক্রবার গভীর রাতে সহকর্মী অনিশ চন্দ্র ঢালী নিহতের মরদেহ গ্রামের বাড়ি গোপালগঞ্জের আরুয়া কংশু গ্রামে নিয়ে যান। আজ সকালে মরদেহ স্বজনদের দেখানো হলে কান্না ও আজাহারিতে চারপাশ ভারি হয়ে ওঠে। গতকাল ভোর ৫টার দিকে নিত্যরঞ্জন পাণ্ডে প্রাতর্ভ্রমণে বের হন। পাবনার মানসিক হাসপাতালের উত্তর পাশে ফটকের সামনে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিত্যরঞ্জন প্রায় ৪০ বছর ধরে পাবনার ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমে সেবায়েত হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী ও সন্তানরা গোপালগঞ্জেই থাকেন। ক্যাপশন : দুর্বৃত্তের কোপে নিহত পাবনার হেমায়েতপুরের শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডের শেষকৃত্য আজ সকালে সম্পন্ন হয়। শেষকৃত্যের সময়ে প্রার্থনারত কয়েকজন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top