গুপ্তহত্যা চালিয়ে সরকারের ক্ষতি করা যাবে না, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ বুধবার সকালে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, গুপ্তহত্যা করে কেউ পার পাবে না। সম্প্রতি যেসব গুপ্তহত্যার ঘটনা ঘটছে, এসব হত্যাকাণ্ডের হিসাব কড়ায়-গণ্ডায় আদায় করা হবে। সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের ৪৫ বছর পরও যুদ্ধাপরাধের বিচার হচ্ছে। ইনডেমনিটি থাকার পরও বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। তাই সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর বিচার হবেই। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার ২০০১ থেকে ২০০৬ মেয়াদে বাংলাদেশকে পরিণত করেছিল হত্যা, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, পরিবারতন্ত্র ও লুটপাটের স্বর্গরাজ্যে। বাংলাদেশ পরিণত হয়েছিল দুর্নীতির চ্যাম্পিয়ন দেশ, সাংবাদিক নির্যাতনের দেশ আর জঙ্গিবাদের দেশ হিসেবে। তাদের অব্যাহত অপশাসনের ফলে গণতন্ত্র, মানুষের মৌলিক মানবাধিকার ভূলুণ্ঠিত হয়।’
এসব হত্যাকাণ্ডের হিসাব কড়ায়-গণ্ডায় আদায় করা হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Share!