যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে ও সরকারকে বিব্রত করতেই দেশীয় এবং আন্তর্জাতিক জঙ্গি চক্র এ কাজ করছে বলেছেন, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত কমিশনার কমিশনার মনিরুল ইসলাম । এ সময় তিনি সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অর্থাৎ তাদের উদ্দেশ্যটা কিন্তু খুবই পরিষ্কার। তাদের উদ্দেশ্য হচ্ছে সরকার সংখ্যালঘুদের রক্ষা করতে পারছে বিষয়টি বিশ্বের কাছে প্রমাণ করা। আবার যারা যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে চাচ্ছে তাদের সঙ্গেও যে এর কোন যোগসাজশ নেই তা বলা যাবে না।’
সরকারকে বিব্রত করতে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো
Share!