চট্টগ্রামের সাতকানিয়ার ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল’ এ ৮৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রক্তের শেষ বিন্দু দিয়ে দেশ রক্ষার প্রতিজ্ঞা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগদান করলেন ৮৮তম রিক্রুট ব্যাচের সদস্যরা। সমাপনী কুচকাওয়াজ ও শপথ পাঠের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিজিবিতে যোগদান করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করে দক্ষতার সঙ্গে সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি সম্পদের নিরাপত্তা বিধান, নারী ও শিশু পাচার রোধ সীমান্ত অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ, দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তায় বিজিবির সৈনিক এবং কর্মকর্তাদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ থেকে বর্ডার গার্ড বাংলাদেশের একজন সদস্য হিসেবে তোমাদের ওপর অর্পিত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব।’ তিনি বলেন, ‘বিজিবির বেতনের শতকরা ৩০ ভাগ সীমান্ত ভাতা বৃদ্ধি করা হয়েছে। বার্ষিক ছুটি এক মাসের পরিবর্তে ২ মাস করা হয়েছে। প্রয়োজনীয়তা বুঝে এয়ার উইংয়ের অনুমোদন দিয়েছে সরকার।’
চট্টগ্রামের সাতকানিয়ার ৮৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
Share!