প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার জেদ্দা নগরীর আল আন্দালুসে সৌদি বাদশাহ’র আল সালাম প্রাসাদে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করবেন । সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন নায়েফ বিন আব্দুল আজিজ বাদশাহ’র প্রাসাদে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন বলে জানা গেছে। এই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে।
Share!