বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। যার অবদানে বৈচিত্র্য পেয়েছে বাংলা সাহিত্য। যেখানে স্বাক্ষর রেখেছেন স্বতন্ত্র বৈশিষ্ট্যের। যার সব সৃষ্টিকর্মেরই মূলকথা মানবতা। সমাজের বাস্তব চিত্র তুলে ধরা আর শোষণের প্রতিবাদই ছিল যার সাহিত্য খেলা। এ খেলায় একাধারে তিনি যোদ্ধা, কবি, সাংবাদিক, সুরকার, গীতিকার ও শিল্পী। আবার কখনো দুরন্ত প্রেমিক। তার সৃষ্টিতে বাংলা সাহিত্য যেমন নতুন মাত্রা পেয়েছে তেমনি উচ্চারিত হয়েছে মানবতার জয়গান। আজ তার ১১৭তম জন্মবার্ষিকী। একহাতে প্রেম,আর অন্য হাতে বিদ্রোহ, পরাধীনতার শৃঙ্খল ভাঙার হুংকার। বাংলা সাহিত্যে অগ্নিবীণা হাতে যার প্রবেশ, ধূমকেতুর ন্যায় তার প্রকাশ।
লেটোশিল্পী থেকে সৈনিক নজরুল, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক, গীতিকার, সুরকার এ সব ক্ষেত্রেই তিনি ছিলেন অনন্য। ১৯৫৩ সালে বাকরুদ্ধ হবার পর শোষণের বিরুদ্ধে আর শানিত হয়নি কবির কলম। ১৯৭৬ সালে ৭৭ বছর বয়সে না ফেরার দেশে পাখা মেলেন বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষ।
তার ২৪ বছরের সাহিত্যজীবনে সকল সৃষ্টিকর্মের আহ্বান ছিল সাম্য,শান্তি ও সত্য।
বিদ্রোহের কবির ১১৭তম জন্মবার্ষিকী
Share!