গত সাত মে থেকে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন শোক জানিয়েছেন। সোমবার সকালে সব কিছু ছেড়ে দেশের প্রবীণ এ সাংবাদিক চলে গেলেন না ফেরার দেশে। জাতি হারালো এক অবিসাংবাদিত নারী যোদ্ধাকে। ১৯৪৭ সালে নূরজাহান বেগমের বাবা বেগম পত্রিকাটি প্রতিষ্ঠা করেন। প্রকাশিত হওয়ার প্রথম ৪ মাস বেগম সুফিয়া কামাল পত্রিকাটির সম্পাদনা করলেও এরপর থেকেই সম্পাদনার দায়িত্ব নেন তিনি নিজেই। এরপর থেকেই নূরজাহান বেগমের তত্ত্বাবধানে পত্রিকাটি ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে। নারী অবস্থার উন্নয়ন ও সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য নূরজাহান বেগম বহু জাতীয় পদক ও সম্মাননা পেয়েছেন। ১৯৯৭ সালে তিনি রোকেয়া পদক পান। এছাড়া তার দীর্ঘ জীবনে তিনি বাংলাদেশ মহিলা সমিতি, মহিলা পরিষদ, সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন থেকে স্বর্ণপদক পেয়েছেন।
সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম আর নেই
Share!