আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, লাটাকিয়া অঞ্চলের বেশ কয়েকটি স্থানে একযোগে গাড়ী হামলাগুলোর ঘটনা ঘটে। এই অঞ্চলের দুটি শহর টারডাউস ও জাবলেহ। দুটি শহরই সরকারের নিয়ন্ত্রণে আছে। গাড়ী বোমায় আক্রান্ত হয়েছে এ দুটি শহরও।হামলায় আক্রান্ত হয়েছে জাবলেহ শহরের একটি হাসপাতালও। সেখানে ঠিক কতোজন প্রাণ হারিয়েছেন সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা সম্ভব হয়নি। হামলার পরপরই আইএস-এর একটি প্রচারমাধ্যম দায় স্বীকার করেছে। লাটাকিয়া অঞ্চলে সিরিয়ার বর্তমান সরকারের সহযোগী রাশিয়ার ঘাঁটি আছে। ধারণা করা হচ্ছে, রাশিয়ানদের লক্ষ্য করেই হামলগুলো চালিয়েছে আইএস।
Share!