ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মিশরের রাজধানী কায়রো যাওয়ার পথে ৬৯ যাত্রী নিয়ে মিশরের একটি বিমান রাডার থেকে নিখোঁজ হয়ে গেছে। ইজিপ্টএয়ারের এমএস ৮০৪ ফ্লাইটটিতে ৫৯জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিল বলে বিমানসংস্থাটি এক টুইটে জানিয়েছে। মধ্য ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় ২৩টা ০৯টি মিনিটে বিমানটি নিখোঁজ হয়।
Share!