ঢাকা থেকে ছেড়ে আসা নভো এয়ারের একটি ফ্লাইট যান্ত্রিক ক্রটির কারণে রাজশাহীতে অবতরণ না করে ৭২ যাত্রীসহ ঢাকায় ফিরে গেছে। বিমানের চাকায় ক্রটির কারণে রাজশাহীর আকাশে এসেও বিমানটি অবতরণ না করে শেষ মুহূর্তে ঢাকায় ফিরে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। রাজশাহী শাহমুখদুম বিমানবন্দরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, মোট ৭২ জন যাত্রী নিয়ে নভো এয়ারের একটি ফ্লাইট সকাল পৌনে ১১টার দিকে ঢাকা শাহজালাল আর্ন্জাতিক বিমানবন্দর থেকে উড়ে আসে রাজশাহীর উদ্দেশে। বিমানটি রাজশাহীর আকাশে পৌঁছালে চাকায় ক্রটি ধরা পড়ে। তারপরও বিমানটি শাহমুখদুম বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। পরে বিমানটি ঢাকায় ফিরে আসে। তবে বহু চেষ্টায় শেষ পর্যন্ত নিরাপদে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের যাত্রী রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন জানান, মাঝ আকাশে বিমানের চাকায় ত্রুটি ধরা পড়লে যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। শেষে রাজশাহীতে অবতরণ না করে ঢাকায় ফিরে যায়। যাত্রীরা আতংকে বিমানের ভেতরে কান্নাকাটি করে। ঢাকায় নামতে পেরে তারা প্রাণ ফিরে পান। এই বিষয়ে নভো এয়ারের ডিপার্চার অ্যান্ড টিকেটিং অফিসার ফারহানা খাতুন বলেন, আকাশপথে সামান্য যান্ত্রিক ক্রুটির কারণে বিমানটিকে ঢাকায় ফিরিয়ে নেয়া হয়। তবে ঢাকায় নিরাপদে অবতরণ করে। যাত্রীদের একই ফ্লাইটে কিছু সময় পর রাজশাহীতে পৌঁছানোর কথা জানান তিনি। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল থেকে নভো এয়ার ঢাকা-রাজশাহী-ঢাকা ফ্লাইট চালু করে। এর আগে ইউএস বাংলা ও বাংলাদেশ বিমানের তিনটি করে ৬টি ফ্লাইট যাতায়াত করে রাজশাহী-ঢাকার মধ্যে। যাত্রী চাহিদার কারণে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা ও পরে নভো এয়ার ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহে মোট ৬টি ফ্লাইট পরিচালনা করছে।
নভো এয়ারের ৭২ যাত্রী প্রাণ ফিরে পান
Share!