Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জাতীয় পার্টি ছাড়া এ দেশের উন্নয়ন সম্ভব নয়

জাতীয় পার্টি ছাড়া এ দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রগতির জন্য জাতীয় পার্টির বিকল্প নেই। জাতীয় পার্টি ছাড়া এ দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নে এই সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা সারাদেশে এই বার্তা পৌঁছে দিন। শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির অষ্টম কাউন্সিলে দেয়া বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান। এরশাদ বলেন, দেশের ইতিহাসে জাতীয় পার্টির অষ্টম জাতীয় সম্মেলনই সবচেয়ে সফল। এ সম্মেলনের মাধ্যমেই জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, জাতীয় পার্টির বয়স ৩০ বছর ৫ মাস অতিক্রম হল। এরমধ্যে ৮টি সম্মেলন পার করেছে। দেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এরকম সফল সম্মেলন করতে পারেনি। এরশাদ বলেন, অনেক জেল জুলম সহ্য করতে হয়েছে আমাকে। জাতীয় পার্টি এখনও বেঁচে আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বেঁচে থাকবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top