সিরিয়ার হাসপাতালে ইসলামিক স্টেট জঙ্গীদের হামলায় সরকারি বাহিনীর অন্তত ২০ জন সদস্য নিহত হয়েছে বলে বিভিন্ন খবরে জানা যাচ্ছে।সিরিয় একটি মানবাধিকার সংস্থা জানাচ্ছে হামলার পর হাসপাতালের কর্মচারীদের জিম্মিও করেছে আইএস জঙ্গীরা।মানবাধিকার কর্মীরা জানাচ্ছে, আইএস জঙ্গীরা দেইর আল জৌরে অবস্থিত আল-আসাদ হাসপাতালে হামলা চালালে সেখানকার নিরাপত্তায় নিয়োজিত সরকারি বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।আইএস জঙ্গীরা হাসপাতালটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং হাসপাতালের কর্মচারীদেরও জিম্মি করেছে জঙ্গীরা।এ ঘটনায় অন্তত ২০ জন সরকারী বাহিনীর সদস্য নিহত হয়।
Share!