ভারতের ঘরোয়া ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) ঘিরে দেশব্যাপী চলছে জুয়ার রমরমা আসর। বিশেষ করে রাজধানী ঢাকায় জুয়ার আগ্রাসনটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। নগরীর অলিগলিতে ছোটখাটো চা দোকান থেকে শুরু করে অভিজাত হোটেলগুলোতে চলছে জমজমাট জুয়া। কেবল ম্যাচের জয়-পরাজয় নিয়েই নয়, প্রতি ওভারে এমনকি বলে বলেও বাজি ধরছেন বাজিকররা। এ নিয়ে মারামারি থেকে শুরু করে আত্মহত্যার মতো ঘটনার কথাও শোনা গেছে। আবার অনেকেই হারাচ্ছেন সর্বস্ব। তারপরও ক্ষ্যান্ত হয়নি জুয়াড়িরা। এমন সর্বগ্রাসী জুয়ার ছোবলে আজ কলুষিত ক্রীড়াঙ্গন। ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস, বদলে যাওয়া বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে যে স্বপ্ন বুনছে এদেশের লক্ষ-কোটি মানুষ, সেই স্বপ্নের অঙ্গণটি যেন বাজির কালো ছায়ায় কলঙ্কিত না হয়। সেজন্য এ ধরনের বাজি বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন ক্রিকেটবোদ্ধারা।
জুয়ার ছোবলে আজ কলুষিত ক্রীড়াঙ্গন
Share!