Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

আলো ছড়ানো তারা মুস্তাফিজ

ক্রিকেট বিশ্বে এখন এক আলো ছড়ানো তারা মুস্তাফিজুর রহমান। বৈচিত্র্যময় বোলিং আর মিতব্যয়ী বোলার হিসেবে এরইমধ্যে সুনাম কুড়িয়েছেন এই সাতক্ষীরা এক্সপ্রেস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দুর্দান্ত খেলছেন এই পেসার।
আইপিএলে তার খেলা হলেই রীতিমত উৎসবের শহরে রূপ নেয় সাতক্ষীরা। টিভি সেটের পাশাপাশি বড় পর্দায় দল বেঁধে মুস্তাফিজের খেলা দেখেন সবাই। সবার স্বপ্ন সাতক্ষীরার গর্ব মুস্তাফিজের হাত ধরেই একদিন বিশ্বকাপ জিতবে বাংলাদেশ।সাতক্ষীরার এই মাঠেই দুরন্ত শৈশব কাটিয়েছেন বাংলাদেশের বিস্ময় মুস্তাফিজ। গায়ের মেঠোপথে বল হাতে প্রতিপক্ষ বন্ধুকে করেছেন কুপোকাত । বই খাতার চেয়ে মাঠেই মনোযোগ বেশি ছিল এই পেসারের। কঠোর অনুশীলন আর ক্রিকেটের প্রতি ভালবাসাই আজ তাকে পৌঁছে দিয়েছে বিশ্ব ক্রিকেটের মঞ্চে। গতির সঙ্গে ছলনাময়ী স্লোয়ার আর নিখুঁত ইয়র্কারের মিশেল। বাংলাদেশের বিস্ময় বালকের বোলিংয়ের ধার এতদিনে জেনে গেছে গোটা বিশ্ব। কখনো বৈচিত্র্যময় বোলিং দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে কাবু করা, আবার কখনো মিতব্যয়ী বোলিং এই পেসারকে পরিণত করেছে পারফেক্ট প্যাকেজে।তার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাপট ফর্মে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ১১ ম্যাচে ১৩ উইকেট নিয়ে মুস্তাফিজ নিজেও আছেন দারুণ ছন্দে।আর তাতেই ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সের পর, এবার বিগ ব্যাশের দলগুলোও মুস্তাফিজকে দলে ভেড়াতে শুরু করে দিয়েছে নিরব যুদ্ধ।এতো গেল আন্তর্জাতিক অঙ্গনের খবর। ক্রিকেটের এই বিস্ময়কে নিয়ে সাতক্ষীরায়ও চলছে ক্রিকেট উৎসব। আইপিএলে যেদিন এই কাটার মাষ্টারের খেলা থাকে, সেদিন গ্রামের লোক সব কাজ ছুটি দিয়ে বসে পরেন টিভি সেটের সামনে। অনেকে আবার মুস্তাফিজের শৈশবের মাঠেই ব্যবস্থা করেছেন বড় পর্দার।মাঝে মাঝে বিদ্যুৎ সে আনন্দে বাঁধ সাধলেও, তাতে কমেনা মুস্তাফিজের খেলা দেখার আগ্রহ। তাকে নিয়ে গর্বের শেষ নেই ছোটবেলার বন্ধুদের। সে সঙ্গে মুস্তাফিজের শৈশবের মাঠটিকে সংস্কারের দাবিও জানিয়েছেন তারা।শুধু ঘরোয়া লিগেই নয়, মুস্তাফিজ একদিন বিশ্বকাপের মঞ্চে তুলে ধরবে বাংলাদেশের বিজয় নিশান এমন স্বপ্নই দেখেন সাতক্ষীরাবাসী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top