তৃতীয়বারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি ও বিদ্যা সিনহা মিম। নাম চূড়ান্ত না হওয়া ছবিটির দৃশ্যধারণ শুরু হবে এ মাসেই। এমনটাই জানালেন ছবির পরিচালক অনন্য মামুন। এর চিত্রনাট্য লিখেছেন সোমেশ্বর অলি। বিদ্যা সিনহা মিম বলেন, ‘রোমান্টিক ঘরানার গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। এতে দর্শকরা আমাকে ভিন্ন একটি চরিত্রে দেখবেন। সময় হলে সবই জানাব।’ পরিচালক অনন্য মামুন বলেন, ‘ছবিটি ঘিরে অনেক চমক আছে, যা এখনই বলতে চাচ্ছি না। এমনও হতে পারে, এ ছবিটি আমি পরিচালনা করব না। নির্মাতা হিসেবে থাকবেন অন্য কেউ। কিছুদিনের মধ্যেই এ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।’ বাপ্পি-মিম জুটির প্রথম চলচ্চিত্র ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’। মুক্তির অপেক্ষায় আছে তাদের দ্বিতীয় চলচ্চিত্র ‘দাগ’। এটি নির্মাণ করেছেন তারেক সিকদার।
Share!