ফ্রান্সের নৌবাহিনীর জাহাজ একোনিট ছয়দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর চট্টগ্রামের কমান্ডার নৌবাহিনীর রিয়ার এডমিরাল আখতার হাবীব স্বাগত জানান।এর আগে সফরকারী একোনিট জাহাজকে বাংলাদেশের জলসীমায় অভ্যর্থনা জানায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ স্বাধীনতা।সফরে আসা ফ্রান্সের জাহাজটিতে ২০ জন কর্মকর্তা ও ১৪০ জন নাবিক রয়েছেন।১২৫ মিটার দৈর্ঘ্যের এ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন লরেন্ট ম্যাকার্ড ডি গ্রেমন্ট, ভারত মহাসাগর বিষয়ক ইনচার্জ রিয়ার এডমিরাল এনটনি ব্যুসেন্টের নেতৃত্বে সফরকারীরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।এ ছাড়া চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালে নেভাল একাডেমিতে সমর কৌশলবিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র বানৌজা শহীদ মোয়াজ্জেমসহ চট্টগ্রামের দর্শনীয় স্থান পরিদর্শন করার কথা রয়েছে।
ফ্রান্সের নৌবাহিনীর জাহাজ বাংলাদেশে
Share!