বিশ্বব্যাংক বাংলাদেশকে শিক্ষা খাতে ১.৬ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান।রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘অ্যাডিশনাল ফাইন্যান্সিং লাউঞ্জিং ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।ফান বলেন, এই অর্থায়ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণে সহায়তা করবে। বিশ্বে বাংলাদেশের শ্রমশক্তিকে আরো প্রতিযোগী করে ভালো মজুরিতে কাজের সুযোগ করে দেবে। এই অর্থায়ন বিশেষ করে নারী শিক্ষার্থীদের কারিগরি ও বিশ্বব্যাংক দক্ষতা জ্ঞানে সমৃদ্ধ করবে।
Share!