নতুন এক টুল চালু করেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক। এতে ‘গ্রুপ ডিসকভার’ নামের এই টুলের সাহায্যে মনমতো বিভিন্ন ফেসবুক গ্রুপ খুঁজে বের করতে পারবেন ব্যবহারকারীরা।আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত স্মার্টফোন ব্যবহারকারীরা ফেসবুকের এই নতুন সেবা নিতে পারবেন। টুলটি কবে নাগাদ বিশ্বব্যাপী চালু করা হবে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।নতুন এই গ্রুপ ডিসকভার অংশে ব্যবহারকারীরা ক্যাটাগরি অনুযায়ী পাবলিক বা ক্লোজড গ্রুপ ব্রাউজ করতে পারবেন। মোবাইল থেকে ব্যবহারের ক্ষেত্রে ফেসবুক-এর ‘মোর’ ট্যাবের অধীনে থাকবে এই গ্রুপ ডিসকভার টুল এবং ২৫টি ক্যাটাগরিতে পাবলিক বা ক্লোজড গ্রুপ ব্রাউজ করা যাবে।
Share!