রাজধানীর মোহাম্মদপুরে একটি মেস থেকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাহারা মাসরুল সিমু (২১) নামে ওই ছাত্রী আশা বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিষয়ে পড়ছিলেন। সিমুর বাবার নাম আব্দুল মান্নান। তার বাড়ি রংপুরে।মোহাম্মদপুর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, শুক্রবার বিকাল ৪টার দিকে মেসটির তৃতীয় তলার একটি কক্ষ থেকে সিমুর লাশ উদ্ধার করা হয়। তার মৃতদেহ ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো ছিল। লাশ অর্ধেক পচে গেছে।ওই কক্ষে সিমু একাই এক বছর ধরে থাকতেন বলে মেসের অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন।এসআই আমিনুল বলেন, দুর্গন্ধ পেয়ে অন্য কক্ষের বাসিন্দারা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করেন।পারিবারিক হতাশা থেকে সিমু আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।আমিনুল বলেন, সাত দিন আগে রংপুর গিয়ে সিমু তার বাবার কাছে চল্লিশ হাজার টাকা চেয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। ওই টাকা না দেওয়ায় রাগ করে তিনি ঢাকায় ফিরে অন্তত তিন/ চারদিন আগে আত্মহত্যা করে থাকতে পারেন।ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Share!