ইরকের ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে ছিল এমন এলাকায় অর্ধশতাধিক গণকবরের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের একজন কূটনীতিক।জান কুবিস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানান, গণকবর পাওয়া প্রমাণ করে কিরকম জঘন্য অপরাধ করেছে জঙ্গি সংগঠনটি। গত কয়েক মাস আগে ইরাকের ওই এলাকাগুলো আইএসের হাত থেকে পুনরুদ্ধার করা হয়।সর্বশেষগুলোর মধ্যে গত এপ্রিলে রামাদিতে যে গণকবরের সন্ধান পাওয়া যায় তাতে অন্তত ৪০টি মৃতদেহ মাটি চাপা দেয়া হয়েছিল। জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত কুবিস বলেন, আন্তর্জাতিক মহলের উচিৎ এর জন্য ব্যবস্থা নেয়া।গত বছরের ডিসেম্বরে আইএসের হাত থেকে রামাদির একাংশ নিয়ন্ত্রণে আনে ইরাকি বাহিনী। ২০১৫ সালের মে মাস থেকে শহরটি জঙ্গিদের দখলে ছিল। এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শহরটি দখলের চেষ্টা চালায় আইএস।
Share!