হাটহাজারি উপজেলার মীর্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পথ সভার শেষ সময়ে গুলিতে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল জানিয়েছেন। নিহত যুবলীগকর্মীর নাম নূর এলাহী জুয়েল (৩২)। মীর্জাপুর ইউনিয়নের শেখ আহমদের ছেলে তিনি। আগামী শনিবার এই ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল বলেন, রাতে মীর্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আবসারের নির্বাচনী প্রচার কাজের সময় জুয়েল গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে কীভাবে জুয়েল গুলিবিদ্ধ হন তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা ইসমাইল।চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ বলেন, রাত সোয়া ১১টার দিকে জুয়েলকে হাসপাতালে নিয়ে আ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুলিতে এক যুবলীগকর্মী নিহত
Share!